
ঐক্য হবে যেভাবে এবং তিন প্রশ্নে আপসহীনদের নিয়ে দল গড়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, যুক্তরাষ্ট্রপ্রবাসী ইউটিউবার ও বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেন এবং প্রবাসে বসবাসরত সাংবাদিক কনক সারোয়ার।
শনিবার (২৪ মে) ফেসবুকে পিনাকী ভট্টাচার্যের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ আহ্বান জানানো হয়। এ সময় একটি ফটোকার্ড শেয়ার করেন তিনি।
পোস্টের কার্ডে তিনি লেখেন, ‘এই তিন প্রশ্নে দ্বিধাহীনদের নিয়ে জোট গড়ুন—
১. গণহত্যা, খুন, গুম, নানান প্রকারের জুলুম এবং দেশের সম্পদ লুণ্ঠনকারীদের বিচার করতে হবে।
২. রাষ্ট্র, সরকার ও সমাজের বিভিন্ন স্তরে ফ্যাসিস্ট আওয়ামী প্রবণতাসমূহ নিশ্চিহ্ন করতে হবে।
৩. রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ইন্ডিয়ার হস্তক্ষেপ স্থায়ীভাবে রুখে দিতে হবে।
– পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও কনক সারওয়ার ২৪ মে ২০২৫, শনিবার’
এর আগে গতকাল শুক্রবার (২৩ মে) দেশপ্রেমিক ঐক্যফ্রন্ট গড়ে তোলা এবং বাংলাদেশ-বিরোধী সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী এই তিন সাংবাদিক ও বিশ্লেষক।
পোস্টে তারা বলেন, ‘দুর্নীতি, দখল, চাঁদাবাজি-বিরোধী; ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিরোধ আন্দোলনে সদা সক্রিয়; এবং বাংলাদেশ-বিরোধী ইন্ডিয়ার সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার দলগুলোকে নিয়ে, দেশপ্রেমিক ঐক্যফ্রন্ট গড়ে তুলুন।’