Image description

টুডে ডেস্ক 

বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এখন বেশ আলোচিত নাম। ২০১৪ সালে হাসিনা বিরোধী  আন্দোলনে গোপন স্থান থেকে হরতাল অবরোধের বার্তা দিয়ে "বাংলা লাদেন'র  উপাধি পেয়েছিলেন পতিত ফ্যাসিষ্টদের কাছ থেকে। এরপর গুম হন। পরে দেখা মেলো ভারতের মেঘালয়ে। সেখানেই রাজকীয় মেহমান হিসেবে ছিলেন, এমন অভিযোগ অনেকের। সাম্প্রতিককালে  ডঃ ইউনুস সরকারকে হটিয়ে আরেকটি ১/১১ কায়দায় সরকার গঠনের  মূল কারিগর হিসেবে মঞ্চে এসেছেন সালাউদ্দিন। খবরে প্রকাশ,   ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের  সাথে একাধিবার বৈঠক করে ইউনুস পরবর্তি সরকারের রূপরেখা তৈরি করে ফেলেছেন এই নেতা। আস্থায় এনেছেন দিল্লীকেও । এরেই মধ্যে সালাউদ্দিনকে নিয়ে বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সিলেট প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী ও সাবেক একাত্তর টিভি সিলেটের প্রতিনিধি সাংবাদিক ইকবাল মাহমুদ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক পোষ্টে  ইকবাল  লিখেছেন, 

২০১৬ সালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের সঙ্গে বিশেষ ব্যবস্থায় দেখা করেছিলাম। সে এক অদ্ভূত রহস্য!  

অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া একজন বন্দি সেখানে কোন জেলে বন্দি ছিলেন না। একটি রাজসিক বাংলো বাড়িতে ছিলো তার আবাস। বাড়ির সামনে সবুজ ঘাস লাগানো বিশাল লনে বেতের আরাম সোফায় বসে তিনি আমাদের সঙ্গে আলাপ করেন। লম্বা সময় ধরে তার সঙ্গে গল্প করি আমরা। শুধুমাত্র ছবি তোলা আর অডিও/ভিডিও রেকর্ডে নিষেধাজ্ঞা ছাড়া বুঝার উপায় ছিলো না তিনি বন্দি।

সে বাড়িতে তার স্ত্রীও থাকতেন তার সঙ্গে। সালাহ উদ্দিন সাহেবের ঘনিষ্ঠ সিলেটের এক বিএনপি নেতা এ সাক্ষাতের সুযোগ করে দিয়েছিলেন। শর্ত ছিলো কোন নিউজ কিংবা ফেসবুকে পোস্ট করা যাবে না। সালাহ উদ্দিনের সাম্প্রতিক কার্যকলাপে ধরে নিতে আর বাধা নেই যে ভারতে তার রাষ্ট্রীয় অতিথি হিসেবে অবস্থানটি কোন গুম কিংবা বন্দীত্ব ছিলো না, ছিলো রাজনৈতিক প্রশিক্ষণ। সে প্রশিক্ষণের প্রয়োগ তিনি করে যাচ্ছেন ৫ আগস্টের পর দেশে ফিরে। রাজনীতির রহস্য পুরুষ! খেলেরাম খেলে যা!!