Image description
 

উপদেষ্টা পরিষদ ছোট করার আহবান জানিয়েছে বিএনপি। উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিস্টের দোসরদের বাদ দিয়ে রুটিন কাজের জন্য ছোট উপদেষ্টা পরিষদ গঠনের এই আহবান জানিয়েছে দলটি।

 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন এই মন্তব্য করেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, সালাহউদ্দিন আহমেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।