
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, দেশ রক্ষায় সঠিক ও জবাবদিহিমূলক সরকারের জন্য পক্ষপাতমুক্ত এবং দলনিরপেক্ষ নির্বাচনী সরকার গঠন করা জরুরি।
বৃহস্পতিবার (২২ মে) সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে সময়োপযোগী উল্লেখ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ইমাম হায়াত বলেন, সেনাপ্রধানের বক্তব্যে দেশের চলমান সংকটে বিক্ষুব্ধ ও মর্মাহত জনগণের মনের বেদনার প্রতিধ্বনি ফুটে উঠেছে।
তিনি বলেন, দেশ, ধর্ম, গণতন্ত্র, জীবনের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় শুধু সেনাবাহিনী নয়, বরং রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে ‘মানবতার রাজনীতি’র ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, একমাত্র মানবতার রাজনীতিই সকল ষড়যন্ত্রকারীর হাত থেকে রাষ্ট্র, ধর্ম, গণতন্ত্র ও জনজীবনের সুরক্ষার রক্ষাকবচ হতে পারে।
ইমাম হায়াত দেশ-বিদেশে অবস্থানরত সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি নিরাপদ ও সঠিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে ‘ডিজিটাল মোবাইল থাম্ব ভোটিং’ পদ্ধতি চালুর আহ্বান জানান।