
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এদেশের মানুষ বহু বছর ধরে লড়াই করছে এক দফার দাবিতে। জোট সরকারের অপসারণ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করা। আমাদের এই দাবির একটি অংশ অর্জিত হয়েছে। ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমাদের দাবির মূল উদ্দেশ্য গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এটা সম্ভব শুধু জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে।
বুধবার ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর টাউন হলে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ ও সদস্য ফরম নবায়ন কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
নজরুল ইসলাম খান বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা বা সিটি করপোরেশন নির্বাচনে রাষ্ট্র ক্ষমতার হাত বদল হয় না। এসব নির্বাচনে সংবিধান তো দূরের কথা কোনো আইন পরিবর্তনেরও ক্ষমতা নেই। তাই সেই প্রতিষ্ঠানগুলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না। মাধ্যম হলো জাতীয় সংসদ নির্বাচন। যে জাতীয় সংসদ আইন বাঁচাতে পারে, আইন বদলাতে পারে, সংবিধান বদলাতে পারে। সেই সংসদ নির্বাচনের জন্য আমরা দাবি করেছি। আমরা সংস্কারও চাই। আমাদের চেয়ে বেশি সংস্কার বাংলাদেশে আর কেউ কখনো চায়নি।
নজরুল ইসলাম খান আরও বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে এখনো প্রশ্ন তুলিনি। কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে কিছু প্রশ্ন সৃষ্টি হচ্ছে, সরকার থেকে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার। আমাদের ভালো লাগে না, কারণ আমরা সরকারটাকে পছন্দ করি।