
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এএমএম নাসিরউদ্দিন কমিশনকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বচন ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এই আহ্বান জানানো হয়।
ঢাকা মহানগর এনসিপি নেতৃবৃন্দের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানানো হয়।