Image description

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। টানা পঞ্চম দিনের মতো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টা থেকে গোলাপ শাহ মাজার এবং নগর ভবনের সামনের রাস্তা ‘ব্লকেড’ করেন ইশরাকের সমর্থকরা।

 

সেখানে প্রতিবাদী গান করছেন তারা সমর্থকেরা। এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। 

এদিন সকাল ৯টা থেকে ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের সামনে অবস্থান করেন তারা। কার্যত নগর ভবন অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা।

সরজমিনে দেখা যায়, ব্লকেডের ফলে গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের রাস্তা বন্ধ হয়ে গেছে। এ সময় ইশরাকের সমর্থকেরা ‘ইশরাক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সঙ্গে’, ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’ ইত্যাদি স্লোগানে দিচ্ছেন। নগর ভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।

এর আগে গতকাল ‘ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। এ সময় তিনি জানিয়েছিলেন, নগর ভবন ও এর আশপাশ এলাকায় ব্লকেড কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।