Image description
 

সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিএনপি। সারাদেশের মতো চট্টগ্রামেও দলটির এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করার লক্ষ্যে দলের হাইকমান্ড এই কর্মসূচি হাতে নিয়েছে। এই কর্মসূচির মাধ্যমে গত ১৫ বছর ধরে যারা প্রকাশ্যে বা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারেনি, বিশেষ করে তরুণ ভোটার, তাদেরকে টার্গেট করে এই সদস্য সংগ্রহ শুরু করেছে বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা।

বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সদস্য ফরম নবায়ন কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা নতুন করে সদস্য সংগ্রহ অভিযান সারাদেশে শুরু করেছি। শনিবার চট্টগ্রামে এই কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই কর্মসূচির মাধ্যমে পুরাতন সদস্যরা নতুন করে সদস্য নবায়ন করবেন। গত ১৫-১৬ বছর ধরে যে নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারেনি। যে সব তরুণরা জাতীয়তাবাদী দলকে ভালোবাসে এবং সমর্থক তারা এ সদস্য ফরম পূরণ করবে। তরুণদের বিশাল একটি অংশ এই সদস্য ফরম পূরণের মাধ্যমে বিএনপিতে সক্রিয় হবে এবং বিএনপিকে তুলে ধরবে বলে আমাদের বিশ্বাস।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা বলেন, আমাদের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে সদস্য নবায়ন করা হবে। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ করার সময় আমাদের অগ্রাধিকার থাকবে তরুণরদের বিষয়ে, যারা বিগত সময়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলেছে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় ছিল এবং এলাকায় যারা সজ্জন ক্লিন ইমেজের তরুণ রয়েছে তাদেরকে সদস্য করার জন্য। বিএনপির সদস্য হওয়া গৌরবের, এ মেসেজটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ বিএনপির রাজনীতি সব সময় দেশ ও দেশের মানুষের জন্য। আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের ১৯ দফা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তরুণ প্রজন্ম বিএনপির সাথে যুক্ত হবে বলে আমরা আশাবাদী।

জানা যায়, চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিটের মধ্যে চট্টগ্রাম মহানগরীর ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের প্রতিটিতে ৩০০ থেকে ৩৫০ জন সদস্য আছেন। ওই হিসেবে নগরীতে ১২ হাজার ৯০০ থেকে ১৫ হাজার সদস্য আছেন বর্তমানে। এদের সদস্যপদ নবায়ন করা হবে। উত্তর জেলা বিএনপি ইতোমধ্যে ৪৭ হাজার সদস্য ফরম সংগ্রহ করেছে। দক্ষিণে প্রায় ১০ লক্ষ সদস্য নবায়ন ও নতুন সদস্য করা হবে। সবমিলিয়ে চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিটে সাড়ে ১০ লক্ষের অধিক প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

দলটির নেতারা বলছেন, আমাদের যারা পুরাতন সদস্য রযেছে তাদের সদস্য ফরম নবায়ন করা হবে। পাশাপাশি নতুন সদস্য ফরম বিতরণ করা হবে। নতুন সদস্য সংগ্রহে আমরা লক্ষ্য রাখছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন সদস্য যেন অর্ন্তভুক্ত না হয়। তাদের যারা সদস্য করবে সংশ্লিষ্ট ইউনিটকে শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এলাকার তরুণ, যারা নতুন ভোটার হয়েছে তাদের দলে অর্ন্তভুক্ত করার জন্য। এলাকায় পরিচ্ছন্ন ও ক্লিন তরুণ, যাদের সাথে ফ্যাসিস্টদের সংশ্লিষ্টতা নেই তাদের সদস্য করা মূল টার্গেট থাকবে।

গত ১৫ মে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী চট্টগ্রামসহ সারা দেশের জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-সদস্য সচিবকে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনায় বলা হয়, স্থানীয়ভাবে প্রাথমিক সদস্য ফরম ছাপানো কড়াকড়িভাবে নিষিদ্ধ। বিএনপি চেয়ারপার্সনের স্বাক্ষর সম্বলিত সদস্য বই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রাথমিক সদস্য নবায়ন অথবা নতুন সদস্য ফরম পূরণ করে ফরমের অফিসের অংশটুকু কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। বাংলাদেশের নাগরিক নারী অথবা পুরুষ বিএনপির সদস্য লাভের যোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক সদস্যের সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। নিষিদ্ধ সংগঠন, সমাজবিরোধী এবং সন্ত্রাসীরা দলের সদস্য হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের জন্য ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

বিডি প্রতিদিন