Image description

জনগণের রোষের আগেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (১৭ মে) সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। ৯ মাস অতিবাহিত হওয়ার আগেই সুষ্ঠু নির্বাচন হবে, সকলের এমনটাই প্রত্যাশা ছিল। জনগণের রোষাণলে পড়ার আগেই অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার আহ্বান জানাচ্ছি। কারও কথা না শুনে, নির্বাচন দেন, যাতে সব দল ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনে অংশ নিতে পারে।’


জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এ দেশের প্রতি ভারত নাখোশ, অথচ এ দেশের এতো মানুষ যে মারা গেল তারা তখন সেটি দেখেনি, খালেদা জিয়ার ওপর হওয়া অন্যায়ও তারা দেখেনি। বিএনপি ধৈর্যশীল দল, তাই এতো অত্যাচার নির্যাতনের পরও আওয়ামী লীগের কারও গায়ে হাত দেয়নি।’