Image description

আলোচিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, “রাজনীতিতে একটা মোমেন্টাম উঠে, কিন্তু এটাকে থামিয়ে দেওয়ার জন্য এই ধরনের ড্রামাগুলো করা হয়েছে।”

তিনি বলেন, “যেকোনো বড় আন্দোলন করতে গেলে কিছু পাবলিক সাফারিংস হবেই— এটা মেনে নিতে হবে। আমার মেনে নিতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন হলো— যে আন্দোলনের ফলাফল নির্ধারিত, সরকার জানে সে এটা করবে, তাহলে সেই আন্দোলনের নাটক নাটক খেলা কেন? আমি বলছি, আগের আন্দোলনটা জাস্টিফায়েড ছিল, কিন্তু এই আন্দোলনটা তো দরকারই ছিল না।”

তিনি আরও বলেন, “নাটকটা হওয়াতে আরেকটা বিষয় চাপা পড়ে গেছে, সেটাও পলিটিক্স। ঠিক দুই দিন আগে, বেগম খালেদা জিয়া দেশে এসেছেন। তাকে কেন্দ্র করে পুরো এলাকায় কত লোক ছিল! এয়ারপোর্ট থেকে গুলশান বাসা পর্যন্ত আসতে সময় লেগেছে সাড়ে তিন ঘণ্টা— যেটা আপনি হাঁটলে তার আগেই পৌঁছে যেতেন।”

তিনি আরও মন্তব্য করেন, “এই রাজনীতিতে কী হয়? একটা মোমেন্টাম উঠে— যেমন এই যে খালেদা জিয়া এসেছেন, মনে হচ্ছিল বিশাল কিছু ঘটবে, তিনি কিছু বলবেন, এত মানুষ একত্র হয়েছে। এই মোমেন্টামকে থামিয়ে দেওয়ার জন্যই এমন একটা ঘটনা তৈরি করা হয়েছে।”

সবশেষে মাসুদ কামাল বলেন, “বাংলাদেশের প্রেসিডেন্ট কোনো রাজনৈতিক দল করতে পারেন না। তিনি পদত্যাগ করে এখানে এসেছেন, তারপর দুই বছর আগে অবসর নিয়েছেন। তো তার যাওয়ার সঙ্গে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কী সম্পর্ক? ধরলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে— তাতে কি হামিদ সাহেবের যাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা ছিল? ছিল না তো। সবই নাটক। এই নাটকগুলো করা হয়েছে মানুষের দৃষ্টিকে হয় আড়াল করার জন্য, না হয় সরিয়ে দেওয়ার জন্য।”