জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, চাকরিজীবী, বিবাহিতদের পদায়ন করে ত্যাগীদেরকে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা। এ সময় তারা বিতর্কিত কমিটি বিলুপ্তি করে বিগত দিনে জুলুম-নির্যাতনের শিকার সবাইকে নিয়ে সর্বজনীন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক কমিটি গঠন করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জবি শাখা ছাত্রদলের শতাধিক পদবঞ্চিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্বিবদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সদ্য সাবেক কমিটির ২নং যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে স্বেচ্ছাচারিতামূলকভাবে, নিষ্ক্রিয় ও অযোগ্য এমনকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে বিপ্লবোত্তর সময়ে ছাত্রদলে আসা কর্মীদের পদায়ন করা হয়েছে।
এছাড়া ২০১৩-১৪ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সব নেতাকর্মীকে তথাকথিত আহ্বায়ক কমিটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থান দেওয়া হয়নি। চাকরিজীবী, বিবাহিত এবং বিতর্কিত ব্যক্তিদের পদায়ন করে ত্যাগীদেরকে চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে।
সবুজ বলেন, জুলাই বিপ্লবে সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনে অংশগ্রহণকারী সব ছাত্র সংগঠনের বিপক্ষে অবস্থান নিয়ে হামলার পরিকল্পনাকারী ও পরিচালনাকারী এম তানভীর রহমানকে এ তথাকথিত কমিটিতে আহ্বায়ক সদস্য করে জুলাই বিপ্লবের আহত ও নিহত ছাত্রদলসহ সব ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের রক্তের সঙ্গে চরমভাবে বেইমানি করা হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ তথা ৫ম ব্যাচ থেকে সদস্য সচিব করা সত্ত্বে একি ব্যাচের সাবেক কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারী এবং ২নং যুগ্ম সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সবুজকে কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে এ কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম সবুজ বলেন, বিশ্ববিদ্যালয় ২০১০-১১ শিক্ষাবর্ষের নাহিদ চৌধুরী সদ্য সাবেক কমিটির সহসভাপতি হওয়া সত্ত্বেও তাকে কমিটিতে জুনিয়রদের নিচে রাখা হয়েছে, যা খুবই লজ্জার। বিশ্ববিদ্যালয় ২০১২-১৩ শিক্ষাবর্ষের সপ্তম ব্যাচের সাইফুল ইসলাম নিবিড় গত কমিটিতে ব্যাচের মধ্যে ২নং যুগ্ম সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও তাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাতিন, সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস শুকুর আইমান, সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক নাজমুল আলম ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মিনহাজুল আলম প্রমুখ।
২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।
ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ছাত্র অধিকারের ৪ দাবি: জবি শাখা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসে রাজনৈতিক অস্থিতিশীলতা বন্ধ ও নিরাপদ ক্যাম্পাস বাস্তবায়নসহ চার দফা দাবি জানিয়েছেন জবি শাখা ছাত্র অধিকার পরিষদ। সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের বরাবর পাঠানো চিঠিতে এ দাবি জানান তারা।