Image description

তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং মাওলানা সা’দের অনুসারীরা এখন থেকে যার যার তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে নিজ নিজ কার্যক্রম অব্যাহত রাখবেন। একপক্ষ অন্যপক্ষের মারকাজে কোনো ধরণের বাঁধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

এর আগে, দুপক্ষের সংঘাতের জেরে ২৬ ডিসেম্বর মাওলানা সাদপন্থিদের কাকরাইল মসজিদে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় সরকার। একই সঙ্গে জুবায়েরপন্থীদের কাকরাইল মসজিদের আশপাশে বড় জমায়েত করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল।

প্রসঙ্গত, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এর আগে থেকে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে চলে আসা বিভেদ ও দ্বন্দ্ব এখন প্রকট আকার ধারণ করেছে।

একপক্ষ আরেক পক্ষকে বাতিল ও নানা বক্তব্যের জেরে এই দ্বন্দ্ব চরমে রূপ নিয়েছে। গত ১৭ ডিসেম্বর ভোরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।