Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভিসি-প্রক্টরের পদত্যাগ ব্যাপারে যে দাবি উঠেছে এটি তারা বিবেচনা করবেন। ছাত্রদল কোন প্রেশার দিয়ে দাবি আদায় করবে না। 

বৃহস্পতিবার (১৫ মে) সাম্য হত্যা বিচার ও ভিসি প্রক্টরের দাবিতে ঢাবির ভিসির বাসভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ছাত্রদল মব সংস্কৃতিতে বিশ্বাসী নয়। আমরা সাম্যের খুনিদের সাথে কোন মব করিনি‌। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো স্পষ্ট করেনি যে গ্রেফতার হ‌ওয়া তিনজন‌ই সাম্য হত্যার সাথে সরাসরি জড়িত। আমাদের দুই দিন ধরে কর্মসূচি চলছে। ভিসি ও প্রক্টরের দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় এলাকা মাদকে আখড়ায় পরিণত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে। তারা কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। 

রাকিব আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে সোহরাওয়ার্দী উদ্যানে হত্যার দায় তাদের না তাহলে এটি একটি ভ্রান্ত ধারণা । এই হত্যাকাণ্ড শিকারের দায় অবশ্য‌ই তাদের নিতে হবে‌। 

ইসলামী ছাত্র সংগঠনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি মনে করি তারা একটি মুনাফিক দল। কেননা তারা সামাজিক মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে। যারা সাম্যের খুনি হিসেবে একজনকে শ্রমিক দলের সম্রাট হিসেবে প্রচার করছে‌। আসলে এক‌ই গ্রামের দুইজন সম্রাট। গ্রেফতার হ‌ওয়া সম্রাট আর শ্রমিকদলের সম্রাট একজন নয়। তারা কতটুকু মুনাফিক হলে এমন প্রোপাগান্ডা চালাচ্ছে।

এ সময় কয়েকটি দাবি তিনি তুলে ধরে বলেন, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রশাসনকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সাম্য হত্যার পিছনে সঠিক খুনিদের গ্রেফতার করতে হবে সিসিটিভি দেখে। সাম্য হত্যার বিচারের দাবিতে আমরা রাজপথে থাকবো। সেই সাথে ছাত্রলীগের হামলার বিচার করতে হবে।