Image description

নানান আন্দোলন চলছে, বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দাবি নিয়ে। এর পেছনে কেউ মদদ দিচ্ছে কি না—এ প্রশ্নে বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ডিবিসি নিউজের টক শোতে বলেন, “এখানে একটা উভয় সংকট রয়েছে। যদি আজকে ছাত্রদের বাধা না দেওয়া হতো, তাহলে তারা যমুনায় বসে যেত, যমুনা ঘেরাও করত। তখন আমরা বলতাম, যমুনায় নিষিদ্ধ করা হয়েছে, সরকার ফেল করে গেছে, ছাত্ররা এখানে ঘেরাও করেছে, পুলিশ অকার্যকর হয়েছে।”

মঞ্জু আরও বলেন, “সংকটের মূল কোথায়? প্রফেসর ইউনূসের সঙ্গে আমাদের প্রথম মিটিংয়ে আমরা একটি প্রস্তাব দিয়েছিলাম, যা রাজনৈতিক দলের নামে খারাপ শুনাতে পারে। আমরা বলেছিলাম, এমন পরিস্থিতিতে অন্তত তিন থেকে ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা উচিত ছিল। কারণ বড় গণঅভ্যুত্থানের পর এটিকে স্বাভাবিক পর্যায়ে আনার প্রক্রিয়া ছিল, কিন্তু এখানে ঐক্যবদ্ধ চেষ্টা করা হয়নি।”

তিনি যোগ করেন, “রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ম্যাকিয়াভেলের একটি মূল্যবান উক্তি আছে—ভালোবাসা এবং ভয়ের সংমিশ্রণে রাষ্ট্র শাসন করতে হয়। ভালোবাসা ছাড়া যদি রাষ্ট্র শাসন করার চেষ্টা করেন, তাহলে ভয় দিয়ে শাসন করতে হবে। শুধু ভয় দিয়ে শাসন করলে বিদ্রোহ হবে, যা আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দেখেছি। এখানে প্রফেসর ইউনূস ভয় ও ভালোবাসার মধ্যে ভালোবাসাকেই বেশি গুরুত্ব দিয়েছেন, যার ফলে আজকের এই ঘটনা ঘটছে।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=Z_yBVNSkySg