Image description

২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, “দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।”

ভাষণে তিনি আরও বলেন, “অনেকদিন আপনারা দেখেছেন যে পরিবার থেকে আমরা দূরে রয়েছি। সেজন্যই আমি পরিবারের সঙ্গেই এবার সময় কাটানোর জন্য এখানে এসেছি। এবং আমি আমার চিকিৎসা করেছি, আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি।”

তিনি জানান, “পরিবার বহুদিন পর দেখা পেয়েছে, কাজেই তারা আমাকে ছাড়তে চায় না, আরও কিছুদিন থাকতে বলছে। কিন্তু আপনারা সবাই জানেন, দেশের কী অবস্থা। এই মুহূর্তে দেশে যাওয়া আমার জন্য প্রয়োজন।”

এই বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে অনেকেই খালেদা জিয়ার দেশপ্রেমের বার্তাকে তুলে ধরছেন, আবার কেউ কেউ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বক্তব্যকে নতুন করে মূল্যায়নের আহ্বান জানাচ্ছেন।