Image description

শেখ হাসিনার মতো আওয়ামী লীগ নেতাকর্মীদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম আদালতের সাবেক অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদকও ছিলেন।

গত শনিবার এ বিষয়ক একটি ভিডিও কামাল উদ্দিন তার ফেসবুকে আপলোড করেন। রাতের মধ্যেই তার বক্তব্য ছড়িয়ে পড়ে।

ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় যুবলীগের এই নেতাকে বলতে শোনা যায়, বড় বড় নেতারা আওয়ামী লীগের আমলে জামায়াত-শিবির তোষণ করেছে। এখন তারা পালিয়ে গেছে। আমিও পালিয়ে যাচ্ছি।

ভিডিওতে এই আইনজীবী আওয়ামী লীগের নেতাদের অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলেন, তোরা নেতারা পালাইছোস এখন কর্মীরা মার খাচ্ছে। ইউনূস সরকার পাঁচ বছর খাবে, মেরে তত্তা বানিয়ে দেবে। এরপর বিএনপি এসে আরো পাঁচ বছর খাবে, তারাও আমাদের মারবে।

আওয়ামী লীগের নেতাদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কামাল উদ্দিন বলেন, যে যেখানে আছো, যাও পালিয়ে। আমিও পালিয়ে যাব। নেতাদের বাপ-মা পালিয়েছে, হাসিনা পালিয়েছে, তার পরিবার পালিয়ে গেছে, নেতারা পালিয়েছে, ৩শ’ এমপি পালিয়ে গেছে। আমার ভুলত্রুটি মাফ করে দাও।