
কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়াইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার জের ধরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রবিন, রুবি ও রাসেল। বাঙ্গরাবাজার থানার ওসি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তবে কারা, কী কারণে তাদের হত্যা করেছেন তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্তি পুলিশ মোতায়ন রয়েছে।