
জাপানে সাপের কারণে বুলেট ট্রেন ছাড়তে বিলম্ব হয়েছে। জাপানের ব্যস্ততম বুলেট ট্রেনের বিদ্যুৎ লাইনে একটি সাপ ঢুকে পড়ায় ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়া হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, ৩৯ ইঞ্চি লম্বা সাপটি একটি বিদ্যুতের তারে আটকে গিয়েছিল, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটে। টোকিও এবং ওসাকার মধ্যে বুলেট ট্রেন পরিষেবা দেড় ঘণ্টার জন্য বন্ধ ছিল।
বুধবার থেকে শুরু হয়েছে গোল্ডেন উইক সিরিজের জাতীয় ছুটির দিন, লাখ লাখ মানুষ জাপান জুড়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের নিজ শহরে ফিরে যাচ্ছেন এবং পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন। এছাড়াও, এপ্রিলের মাঝামাঝি খোলা ও অক্টোবর পর্যন্ত চলমান ওসাকা এক্সপো ২০২৫, শহরে স্বাভাবিকের তুলনায় আরো বেশি লোককে আকর্ষণ করছে।
টোকিওতে ফিরে আসা ৪৬ বছর বয়সী সাতোশি তাগাওয়া কিয়োডো নিউজকে বলেন, ‘আমি মাসে বেশ কয়েকবার শিনকানসেন ব্যবহার করি, কিন্তু বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই প্রথম আমি সাসপেনশনের সম্মুখীন হচ্ছি’।
এ লাইনটি টোকিও, নাগোয়া এবং ওসাকাকে সংযুক্ত করে প্রতিদিন ৩৭০ টিরও বেশি ট্রেন গড়ে ৪ লাখ ৩০ হাজার যাত্রী বহন করে। ঘণ্টায় ২৮৫ কিলোমিটার গতিতে পৌঁছানোর ফলে জাপানের রাজধানী থেকে ওসাকা যেতে আড়াই ঘণ্টারও কম সময় লাগে। সূত্র : দ্য গার্ডিয়ান।