
বর্তমান সরকারকে স্বৈরাচার ও দমনমূলক শাসনের অভিযোগে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির এক সদস্য। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিগত পনেরো বছর ধরে জনগণকে শোষণ ও নির্যাতন করে এসেছে এবং এর অবসান এখন জরুরি।
বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশকে শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর ধরে শোসন করেছে। আমার বহু ভাইকে বিনা বিচারে জেল দিয়েছে। বিনা বিচারে তাদের নানা অত্যাচারের শিকার হতে হয়েছে। কেউ সুষ্ঠুভাবে আয় রোজগার করে খেতে পারেনি। অসংখ্য মানুষ নিহত হয়েছে। এই এতগুলো মানুষকে খুন করার লাইসেন্স শেখ হাসিনাকে কে দিলো? আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলার সাহস তাকে কে দিলো?’
তিনি আরও বলেন, ‘এই বিগত এতগুলো নির্বাচনে মানুষকে নিয়ে যে উপহাস করলো, আপনারা কি চান সেই ঘটনার পুনরাবৃত্তি আবারও হোক? সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, এই স্বৈরাচার, এই খুনি শেখ হাসিনা ও তার দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। যাতে আর কোনদিন তারা বলতে না পারে যে তাদের লাইসেন্স আছে খুন করার। মানুষ খুন করার লাইসেন্স এবং দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে ন।’
এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যদিও সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে।