
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাঁর সহযোগীদের ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলের আমির সৈয়দ রেজাউল করীম বলেন, ‘যে ফ্যাসিস্ট হাজার হাজার মায়ের বুক খালি করেছে, সন্তানহারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, তাদেরসহ তাদের দলগত বিচার আগে হবে, তারপরে নির্বাচনের চিন্তা আমাদের মাথায় আসবে। আগে প্রয়োজনীয় সংস্কার হবে, তারপরে নির্বাচন।’
আজ বুধবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপির সঙ্গে বৈঠক করে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর ধরে বাংলাদেশে সুন্দর ধারায় রাজনীতির চর্চা হয়নি, বরং বারবার দেশের মানুষ রাজনীতিবিদদের মাধ্যমে ধোঁকা পেয়েছে, ধোঁকা খেয়েছে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পর এর একটা পরিবর্তনের চিন্তা আমাদের আছে। এরই অংশ হিসেবে আমাদের এই বৈঠক। আমাদের এ ধরনের বৈঠক চলতে থাকবে।’
নির্বাচন প্রসঙ্গে সৈয়দ রেজাউল করীম বলেন, এখন অনেকে বারবার নির্বাচনের কথা বলছেন। অথচ তাঁরা আলোচনা–পর্যালোচনা করে দেখেছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে সেই ৫৩ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি হবে, নতুন করে যে চাওয়া, সেটি আর হবে না।
আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রমুখ।