
চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা করলে সরকার "৫ মিনিটও সময় পাবে না"।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি সরকারকে সতর্ক করে বলেন, নারী নীতি ও সংস্কারের নামে যেসব সুপারিশ সামনে আনা হয়েছে, তা বাস্তবায়নের চেষ্টা করা হলে ইসলামী জনতা রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে এবং সরকারের পতন ঠেকানো সম্ভব হবে না।
তিনি আরও বলেন, “আপনারা তো এমনিতেই জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেননি। আমাদের রাস্তা নামতে বাধ্য করলে, সেই সুযোগ নিচ্ছে এমন ঘাপটি মারা শত্রুরাও প্রস্তুত হয়ে আছে।”
তিনি বলেন, আমরা তো সবসময় আপনাদের সহযোগিতায় ছিলাম, এখনো আছি, কিন্তু আমাদের রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে। এটা আপনাদের মাথায় রাখার অনুরোধ করেছি। এরপরও যদি আপনারা সামনে পা বাড়াতে চান, পরিষ্কার মেসেজ, কে জানি বলছে না যে ৫ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে জান। সেই ৫ মিনিটও সময় পাবেন না।