
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নেবেন কি না বা শপথ নিলে তিনি কতদিন দায়িত্ব পালন করবেন তা নিয়ে দেশজুড়ে চলছে আলোচনা।
স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান আইন অনুযায়ী এই সিটি করপোরেশনের মেয়র পদের মেয়াদ আছে আর মাত্র এক মাস। যদি নতুন করে তফসিল ঘোষণা করা হয়, সেখানে যদি ইশরাক হোসেন প্রার্থী হতে চান তাহলে তাকে এই সময়ের মধ্যেই পদত্যাগ করে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে হবে।
আবার এটাও বলা হচ্ছে, মেয়র নির্বাচিত হন পাঁচ বছরের জন্য। এখন কেন তিনি এক মাস দায়িত্ব পালন করবেন। বিষয়টা নিয়ে উচ্চ আদালতে মামলা করলে ঝুলে যাবে।
ইশরাকের দল বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয়ভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। হলে জানানো হবে।
তবে ইশরাক হোসেন বলছেন, কতদিন দায়িত্ব পালন করবো তা স্থানীয় সরকার আইনে বলা আছে। আমি মনে করি, আমি পাঁচ বছরের জন্যই নির্বাচিত হয়েছি।
স্থানীয় সরকারের পক্ষ থেকে শপথ নিতে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি। সরকারের সংশ্লিষ্টরাও এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করছেন না।
শপথ নিলে ইশরাক দায়িত্ব পালন করতে পারবেন এক মাস!
জানা যায়, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। পরে এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে ২০২০ সালের ৩ মার্চ তাপস, প্রধান নির্বাচন কমিশনারসহ আটজনকে বিবাদী করে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এর পাঁচ বছর পর গত ২৭ মার্চ ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।
ইসি সূত্র জানায়, কেন্দ্র দখল, জাল ভোট, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডিএসসিসির মেয়র নির্বাচিত হয়েছিলেন শেখ ফজলে নূর তাপস। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে সেটাই প্রমাণ হয়েছে। গত রোববার (২৭ এপ্রিল) বিএনপির প্রার্থী ইশরাক হোসনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। কিন্তু নির্বাচনের পাঁচ বছর পর ইশরাকের দায়িত্ব গ্রহণ এবং মেয়াদকাল কতদিন হবে তা নিয়ে উঠছে প্রশ্ন।
সিটি করপোরেশন নির্বাচনের এতদিন পর ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করায় নাগরিকদের মনে এক প্রকার বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকের প্রশ্ন এখন যদি ইশরাক মেয়র পদে বসেন এবং ক্ষমতা ছাড়তে না চান তখন একটা জটিলতা তৈরি হবে। কারণ, মেয়র নির্বাচিত হন পাঁচ বছরের জন্য। এখন কেন তিনি এক মাস দায়িত্ব পালন করবেন।- ড. আদিল মুহাম্মদ খান
নির্বাচনের সাড়ে চার মাস পর (১৬ মে, ২০২০) শেখ ফজলে নূর তাপস ডিএসসিসির মেয়রের দায়িত্ব নেন। ২০২০ সালের ২ জুন করপোরেশনের সব কাউন্সিলরকে নিয়ে প্রথম বোর্ড সভা করেন শেখ তাপস। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বোর্ড সভা থেকে তার মেয়াদকাল শুরু হয়। অর্থাৎ, নতুন মেয়র যেদিন কাউন্সিলরদের নিয়ে প্রথম সভা করেন, সেদিন থেকেই শুরু হয় তার পাঁচ বছরের মেয়াদকাল।