
বাংলাদেশের 'জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকে ভালো সমাধান মনে করে' বলে প্রধান উপদেষ্টা একটি টেলিভিশন চ্যানেলে যে মন্তব্য করেছেন, সেই জনগণ কারা, তা জানতে চেয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সামনের সপ্তাহ থেকে তিনদিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে রাশিয়া কেন এখন থেকেই যুদ্ধবিরতি কার্যকর করছে না, সেই প্রশ্ন ইউক্রেনের।
-
২৮শে এপ্রিল সোমবারের প্রধান ঘটনাগুলো:
- কানাডায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, কে হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
- ইউক্রেন যুদ্ধে তিনদিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন এর জবাবে প্রশ্ন তুলেছে, রাশিয়া কেন এখনি যুদ্ধবিরতি ঘোষণা করছে না? যেকোনো যুদ্ধবিরতির মেয়াদ অন্ততপক্ষে ৩০দিন হওয়া উচিত বলেও তারা মনে করে।
- বাংলাদেশের 'জনগণ এখনো অন্তর্বর্তী সরকারকে ভালো সমাধান মনে করে' বলে প্রধান উপদেষ্টা একটি টেলিভিশন চ্যানেলে যে মন্তব্য করেছেন, সেই জনগণ কারা, তা জানতে চেয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ''কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেয়ার জন্য এই বাংলাদেশের মানুষ লড়াই-সংগ্রাম করে নাই, এতো ত্যাগ স্বীকার করে নাই।''
- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আর যুদ্ধ দেখতে চাই না।" মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডর দেয়ার বিষয়ে বাংলাদেশের অন্তর্বতী সরকার যে নীতিগত সম্মতি দিয়েছে, সেই প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেন।
- স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এরই মধ্যে পর্তুগালের বিদ্যুৎ সংস্থা জানিয়েছে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
- সোমবার রাত থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। আজ রাতের প্রথম হজ ফ্লাইটে যাচ্ছেন ৩৯৮ জন যাত্রী।
- রাজধানীর ধানমণ্ডি থানায় দায়ের করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম।
- সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নারায়নগঞ্জের একটি আদালতের এজলাস থেকে বের হওয়ার সময় কিল - ঘুষি মেরেছেন একদল আইনজীবী।
- ভারতের পহেলগাম হামলার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাশ্মীরের বিভিন্ন স্থানে বেশ কিছু 'চিহ্নিত বাড়ি' ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। এর মধ্যে অনন্তনাগ পুলিশের তালিকায় থাকা এক সন্দেহভাজনের বাড়িও রয়েছে।
- পাঁচই অগাস্টের পরে দায়ের হওয়া কোন মামলায় নিরীহ লোককে যাতে গ্রেফতার ও হয়রানি করা না হয় সেজন্য পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।
- নিরাপরাধ মানুষ যেন কোনো মামলায় গ্রেফতার না হন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
- ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নিহতদের মরদেহ ভ্যানে স্তূপ করে আগুন দেওয়ার ঘটনার নতুন আরেকটি ভিডিও হাতে পাওয়ার দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তারা।
- কানাডার ভ্যাঙ্কুভারে লাপু লাপু ফিলিপিনো উৎসবে জনতার ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার আটটি অভিযোগ আনা হয়েছে।
- বিএনপি ঘোষিত ৩১ দফাসহ বিভিন্ন বিষয়ে তরুণদের মতামত জানতে দলটির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদল নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
- বাংলাদেশে ব্যবসা পরিচালনা করার জন্য মার্কিন স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দেয়া হয়েছে।
বিবিসি বাংলার লাইভ পাতাটি আজ এখানেই শেষ হচ্ছে। মঙ্গলবার নতুন খবর নিয়ে পুনরায় পাতাটি চালু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন। অন্যান্য খবর পড়তে মূলপাতায় ভিজিট করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।