Image description
 

আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও শাহজাহানপুরে এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিল টি খিলগাঁও জোড়পুকুর পাড় হতে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়কে প্রদক্ষীন করে শাজাহানপুর গিয়ে শেষ হয়।    


মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন শিশিরসহ থানা শাখার নেতাকর্মীরা।

 


জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, "জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করুন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার করুন, দলটির নিবন্ধন বাতিল করুন। এই গণহত্যাকারী দলকে আমরা আর সহ্য করবো না।"

 

তিনি বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লির কুসুম কুসুম প্রেম আর চলবে না। দিল্লির দাসত্ব আর মেনে নেয়া হবে না।

"আওয়ামী লীগ আগামী ইলেকশনে আসবে কিনা তা সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ"- সম্প্রতি গণমাধ্যমে দেয়া ডক্টর ইউনূসের এ সাক্ষাৎকারকে প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, "আপনার এ বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোন অধিকার নেই। এটা পতিত গণহত্যাকারী দল, পলাতক দল। আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন।"

জয়নাল আবেদীন শিশির বলেন, "বর্তমান অন্তর্বতীকালীন সরকার যদি গণহত্যাকারী দল আওয়ামী লীগ কে নিষিদ্ধ না করতে পারে তাহলে অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। যে সরকার আওয়ামী লীগ কে নিষিদ্ধ করতে সক্ষম আমরা সেই সরকার কে ক্ষমতায় দেখতে চাই, অক্ষমদের চাই না।"


শিশির বলেন, প্রথমে নির্বাহী আদেশ, তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন, সর্বশেষ রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ কে সাংবিধানিকভাবে নিষিদ্ধ করুন। এ তিনভাবে না পারলে গণভোটের আয়োজন করুন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দিবেন আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারে। তারপরও আওয়ামী লীগ কে ছাড় দেয়া হবে না। 

এছাড়াও উপস্থিত ছিলেন থানার নেতা আবুল হাসনাত, তনু ইসলাম, আলমগীর হোসেন, হাসান, সুমনসহ আরো অনেকে।