Image description

জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এর একটি পোস্টে বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন একজন বিচক্ষণ রাজিনীতিবিদ, যিনি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। 

তারেক রহমান আরও বলেন, ‘ব্রিটিশ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। রাজনীতি, সমাজ, শিক্ষা, কৃষিসহ দেশের সামগ্রিক অগ্রগতিতে প্রভূত অবদান রাখেন শেরে বাংলা এ কে ফজলুল হক।’

সবশেষে বলেছেন, ‘আমি মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’