
নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে চলন্ত অটোরিকশায় তুলে পায়ের নিচে ফেলে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। আজ সোমবার (২১ এপ্রিল) দুপুরে আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন, সাধারণ সম্পাদক নাঈমসহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফয়সালের বাবার দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ কর্মী কদরের পিঠের ওপর পা দিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ বলে মারধর করতে। এ সময় গান বাজছিল। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা- সমালোচনা।