
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের জুলাইয়ে আটক করা হয়েছিল কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। একজন পুলিশ সদস্যকে হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল। সে মামলায় ডেমরা থানা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায় করেছিল পুলিশ। সেই জবানবন্দির অজুহাত দেখিয়ে পরে আর মামলাটি প্রত্যাহার করা হয়নি। তবে সেই জবাববন্দিতে ফাইয়াজের কোনো সংশ্লিষ্টতা পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২১ এপ্রিল) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সঙ্গে দেখা করার পর দ্য ডেইল ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ফাইয়াজের বড়ভাই মাজহারুল ইসলাম।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ও আজকে এই মামলাটি স্টাডি করে দেখেছে যে ডেমরা থানা ছাত্রদলের নেতাদের দেওয়া জবানবন্দিতে তারা শুধু নিজেদের দোষী সাব্যস্ত করেছে। আর কাউকে ওরা দোষী সাব্যস্ত করে নাই।
মাজহারুল ইসলাম জানান, আইন উপদেষ্টা আসিফ নজরুল আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কানেক্ট করে দিয়েছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ করেছি। উনারা গতকাল এবং আজকে পুরো মামলাটি স্টাডি করেছেন। এবং এই মামলায় প্রথমত যারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে তারা শুধু নিজেদের দোষী সাব্যস্ত করেছে। আর কাউকে ওরা দোষী সাব্যস্ত করে নাই।
তিনি আরও জানান, মামলা স্টাডি করে তারা মৌখিক কিংবা ডকুমেন্টেট কোনো কিছু ফাইয়াজের নামে পাননি। এজন্য তারা ফাইয়াজকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য যত প্রকার আইনি স্টাডি করা দরকার উনারা করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন এবং অতিদ্রুত মামলা থেকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করবেন।
মাজহার জানান, মো. খোদা বখস চৌধুরী বলেছেন উনি নিজে দায়িত্ব নিয়ে মামলা থেকে অব্যাহতি দিয়ে দিবেন। তবে কতদিন লাগবে সেসম্পর্কে এখনো কিছুই জানাননি।