Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ এখন একটি বৈধতা হারানো রাজনৈতিক দল, যার আচরণ হিটলারের নাৎসি দলের মতো।

বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির একটি টকশোতে ঝটিকা মিছিলে কী বার্তা দিতে চায় আ. লীগ—প্রশ্নের উত্তরে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “তারা তাদের মতো করে হয়তো ঝটিকা মিছিল বা অন্য কিছু করতে পারে। কিন্তু এসব মানুষের কাছে বিশেষ গুরুত্ব নেই। এমনকি তাদের (আওয়ামী লীগ) কাছেও এগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় না।”

 

তবে সরকারের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সরকারকে এখনই সতর্ক ও কঠোর হতে হবে।”

 

শামসুজ্জামান দুদু আরও বলেন, “একজন খুনিকে যদি বিচারিক প্রক্রিয়ার বাইরে রাখা হয়, তাহলে যারা শান্তিপূর্ণ, যারা স্বাভাবিক জীবন চায়, তাদের জন্য বিপদ তৈরি হয়। এখন এসব খুনি চারপাশে ঘুরে বেড়াচ্ছে।”

তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, “আজ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে সম্পূর্ণভাবে বৈধতা হারিয়েছে। তাদের আচরণ এখন নাৎসি দলের মতো। যেমন হিটলারের দলকে এখনও বিশ্বব্যাপী কোথাও পাওয়া গেলে জার্মানিতে বিচার হয়, আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই প্রশ্ন উঠতে পারে।”