Image description

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি নিয়ে সোমবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

 

গতকাল রোববার কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ এসংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

 

অফিস আদেশে বলা হয়েছে, সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

 

সভার আলোচ্যসূচিতে রাখা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন ও নির্বাচন আচরণবিধি পরিবীক্ষণ কার্যক্রম।