Image description

পলাশ-ঘোড়াশাল এলাকায় চাঁদাবাজি, দখলদারি, খুন-খারাবি ও অরাজকতার এক অভয়ারণ্যে পরিণত হয়েছে, এমনটি অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, ঈদের দিন একই পরিবারের দুই ভাই জোড়া খুনের শিকার হয়েছেন, যা এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। এছাড়া, একটি রাজনৈতিক দলের অন্তর্কোন্দল সংঘর্ষে পরিণত হয় এবং একজন পথচারী গুরুতর জখম হন।

তিনি আরও জানান, বাজারের চায়ের দোকানদার, রিকশাচালক, ডেকোরেটর ব্যবসায়ী, ফল বিক্রেতা, মাঝারি ও বড় ব্যবসায়ী, কেউই চাঁদাবাজির শিকার হতে বাদ যাচ্ছে না। এমনকি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ১০,০০০ টাকা ঈদ সালামী বাধ্যতামূলক করা হয়েছে, এবং মদ্যপ অবস্থায় হোটেলে ঢুকে রান্না করা খাবার খেয়ে বিল না দিয়ে চলে আসার মতো ঘটনাও ঘটছে।

এছাড়া, লক্ষ থেকে কোটি টাকার বিনিময়ে আওয়ামী ক্রিমিনালদের শেল্টার দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তুষার। তিনি দাবি করেন, এসব ঘটনায় স্থানীয় মিডিয়ায় কোনো সংবাদ প্রকাশিত হচ্ছে না। তুষার আরও বলেন, "সাধারণ মানুষের নাভিশ্বাস চরমে, যুবসমাজ মাদকে বুঁদ, এবং এনসিপির নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধামকি দেয়া হচ্ছে।"

 

তিনি আরও বলেন, "এখন ফিসফাস চলছে, আওয়ামী মাফিয়া দিলীপ ডাক্তার-পোটনদের হাত থেকে রক্ষা পেয়ে কাদের হাতে গিয়ে পড়লাম?" তুষার দৃঢ় প্রতিজ্ঞা করেন যে, পলাশ-ঘোড়াশালের জনগণ এই সন্ত্রাস, চাঁদাবাজি এবং ত্রাসের রাজত্ব ভাঙবে, এবং এনসিপি তাদের পাশে থাকবে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/18VZokLMvs/