Image description
 

আপা ছাড়াই ঈদ কি আনন্দ ! বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ রোববার (৩০ মার্চ) নিজের ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে শফিকুল আলম একথা জানান।

শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বলেন, আপা ছাড়াই ঈদ কি আনন্দ !

 

শফিকুল আলমের পোস্টে , মাহফুজ নামে একজন লিখেন, আজকের এই দিনেআপা তোমায় পড়ে মনে।

 

আরিফ নামে একজন বলেন, এমন একটা ঈদের জন্য কতোকাল অপেক্ষায় ছিলাম! ঈদ মুবারক।

কবির নামে একজন লিখেন, গুরু, খোচা দিয়ে জ্বালা আর বাড়াইয়েন না।