
প্রধান উপদেষ্টার চীন সফরকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ৩০ মার্চ) সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপির জনপ্রিয়তা কমাতে প্রচারণা চালাচ্ছে একটি গোষ্ঠী।
মির্জা ফখরুল বলেন, 'বিএনপির জনপ্রিয়তা কমাতে প্রচারণা চালাচ্ছে একটি গোষ্ঠী। এতো নেতিবাচক প্রচারণার পরও বিএনপি এখনও দেশের সবচেয়ে জনপ্রিয় দল।'
বিএনপির মহাসচিব বলেন, 'নিজেদের সার্থে একটি মহল নির্বাচনকে পিছিয়ে দিতে চায়। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয়াটা সরকারের রাজনৈতিক অনিভিপ্রেয়তা।'
মির্জা ফখরুল বলেন, 'যারা গণহত্যার সাথে জড়িত, তাদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।'
এপ্রিলের মাঝামাঝি সময়ে খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।