Image description

অনলাইন ভিত্তিক টিভি "ঠিকানা টিভি"-এর প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিন গতকাল (২৬ মার্চ) বিএনপির বিষয়ে ড. আসাদুজ্জামান রিপনের কাছে প্রশ্ন করেন। তিনি উল্লেখ করেন, জামায়াতের দ্বিতীয় প্রধান নেতা সম্প্রতি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "বিএনপি যখন দেশ শাসন করেছিল, তখন ১২ থেকে ১৩ জন স্বাধীনতা বিরোধীকে প্রেসিডেন্ট, মন্ত্রী এবং এমপি বানানো হয়েছিল। জামায়াতের কার্ড নিয়ে খেললে শেখ হাসিনার মতো নির্মমভাবে বিদায় নিতে হবে।"

এ বিষয়ে খালেদ মহিউদ্দিন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের কাছে জানতে চান, "পাশে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—আপনার দলের জামায়াত সম্পর্কে যে অবস্থান, তা কী সঠিক?"

ড. আসাদুজ্জামান রিপন তার প্রতিক্রিয়ায় বলেন, “এটা উনার দলের স্ট্যান্ড কিনা, তা আমি নিশ্চিত নই, কারণ জামায়াতের নেতারা যখন টকশোতে আমার সাথে অংশ নেন, তখন সাধারণত তাদের এমন ধরনের বক্তব্য আমি শুনি না। বরং সেখানে তারা বারবার বলেন, ঐক্যটা হচ্ছে যে, আমরা তো একটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ ছিলাম।"

তিনি আরও বলেন, “এখানে আওয়ামিলীগ ছাড়া, আওয়ামিলীগের বিরোধী সব রাজনৈতিক দল, ডান-বাম, ধর্মীয় বা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। এর মধ্যে ইসলামী শক্তিরাও ছিল, এতে কোনো সন্দেহ নেই।”

ড. রিপন বলেন, “আমাদের চূড়ান্ত বিজয় হবে, কিন্তু চূড়ান্ত বিজয়ের মানে হলো আওয়ামী লীগের পতন এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়া, এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ। এটি কিন্তু চূড়ান্ত বিজয় নয়। শেখ হাসিনার অপশাসন, গণতন্ত্রের প্রতি তার অবমাননা, নির্বাচন ব্যবস্থার অবক্ষয়—এগুলো ভেঙে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে নিয়ে যাওয়াটাই হবে আমাদের আসল লক্ষ্য।”

এসময় তিনি আরও বলেন, “যারা একত্রে আন্দোলন করেছি, পাশাপাশি থেকেছি, তাদের মধ্যে কোনো দলকেই ছোট করে বা আঘাত করে টিপ্পনি কাটার কথা ঠিক নয়। এটা আমার দলের পক্ষ থেকেও ঠিক নয়, অন্য দলের কাছ থেকেও যদি আসে, আমি সেটাকে অপ্রত্যাশিত বলে মনে করি।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=650455057713543&rdid=qcMWTdbVyVmAKq4L