
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, "আওয়ামী সরকার সবসময় ভারতের স্বার্থ রক্ষা করে আসছে, যা বাংলাদেশের জাতিগত মর্যাদা ও স্বপ্নকে ধূলিসাৎ করেছে। ভারতের সহযোগিতায় শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় তার ফ্যাসিজমের দাপট আরো বেড়েছে।"
তিনি আরও বলেন, "ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসিসির বিরুদ্ধে ভারতে প্রতিবাদ চলার পর, ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতার এক পরিবেশ তৈরি হয়। ভারতের মোদি সরকারের হিন্দুত্ববাদী নীতির বিরুদ্ধে বাংলাদেশে জনগণ, ছাত্র সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদে নামলেও, পুলিশ এবং সন্ত্রাসী সংগঠনগুলো সহিংসতা চালায়। সেই সহিংসতায় নিহতদের সংখ্যা আজও নিরূপণ করা সম্ভব হয়নি।"
নাহিদ ইসলাম আরও বলেন, "যারা গত ১৬ বছর ধরে নির্যাতিত হয়েছেন, তাদের সংগ্রাম ও বঞ্চনার মধ্য দিয়েই ৫ই আগস্ট বাংলাদেশে স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। আমাদের একত্রিত হয়ে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।"
তিনি বলেন, "যারা গত ১৬ বছর নির্যাতিত হয়েছেন, তাদের কাছে স্বাধীনতার মানে আলাদা। আমাদের জন্য ৫ই আগস্ট হলো নতুনভাবে স্বাধীনতা অর্জনের দিন। যাদের ব্যাংক ব্যালেন্স অপরিবর্তিত ছিল এবং যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে প্রথম বা দ্বিতীয় স্বাধীনতার মূল্য হয়তো কম, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লুটপাটের স্বাধীনতা।"