Image description

পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বেতন কাঠামো ও সুপারিশমালা চূড়ান্ত রিপোর্টে গুরুত্ব না পাওয়ায় জাতীয় বেতন কমিশন-২০২৫ থেকে পদত্যাগ করেছেন কমিশনের খণ্ডকালীন সদস্য অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। অধ্যাপক মাকছুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি পদত্যাগের কারণ হিসেবে আটটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন:

অধ্যাপক মাকছুদুর রহমান জানান, অর্থ উপদেষ্টার মৌখিক নির্দেশ ও বেতন কমিশন চেয়ারম্যানের লিখিত নির্দেশনা মোতাবেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়নে চার সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের জন্য বাস্তবায়নযোগ্য ও ন্যায়সংগত মোট ৩৩টি প্রস্তাবনা পেশ করে। এই প্রস্তাবনাগুলোতে বেতন-ভাতাকে কাজের মান বা পারফরম্যান্সের (Performance) সাথে সম্পৃক্ত করার সুনির্দিষ্ট সুপারিশ ছিল।

অধ্যাপক মাকছুদুর অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি সাব-কমিটির রিপোর্টটি কমিশনের পূর্ণাঙ্গ সভায় আলোচনার জন্য বারবার অনুরোধ করলেও তা আমলে নেওয়া হয়নি। গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে কমিশনের সর্বশেষ সভায় চূড়ান্ত রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বিষয়গুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনাগুলো বিবেচনায় না নেওয়া দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য বড় বাধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়েও উচ্চশিক্ষার ক্ষেত্রে কার্যকর কোনো অবদান রাখতে না পারায় আমি কমিশন থেকে পদত্যাগ করাকে উত্তম মনে করছি।’

অদ্য ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি মাননীয় অর্থ সচিব বরাবর তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র প্রেরণ করেছেন। সংবাদ সম্মেলনে তিনি তাকে মনোনয়ন প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কাজের সুযোগ দেওয়ার জন্য কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় বেতন কমিশন ২০২৫, অধ্যাপক মাকছুদুর রহমান সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় বেতন কাঠামো, পদত্যাগ, উচ্চশিক্ষা সংবাদ