
বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন হলেও তা রাতারাতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ।
একটি টেলিভিশন টক শোতে উপস্থাপক প্রশ্ন করেন, এনসিপি কি আওয়ামী লীগ-বিএনপির মতোই রাজনৈতিক কৌশল অনুসরণ করছে? জবাবে আলাউদ্দিন বলেন, "ব্যাপারটা আসলে ঠিক সেরকম নয়। রাজনীতিতে কিছু বিষয় থাকে যা জনগণ দেখতে চায়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মানুষ বোঝার চেষ্টা করে, আমি যার পেছনে দাঁড়াব সে কতটা সামর্থ্যবান।"
উপস্থাপক এরপর প্রশ্ন করেন, এনসিপিও কি আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতের মতো গাড়ি বহর নিয়ে শোডাউন, মিছিল-সমাবেশের রাজনীতি করছে? জবাবে আলাউদ্দিন বলেন, "বাংলাদেশের এই রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। তবে রাতারাতি বদলানো কঠিন। আমরা দেখছি, যারা নিরবে কাজ করছে, তাদের স্বীকৃতি ততটা মিলছে না।"