Image description

গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোহা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে বলেন, তারা গভীর উদ্বেগের সঙ্গে কয়েক দিন ধরে লক্ষ করছেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্রবাহিনীর বিরুদ্ধে বিশেষ করে সেনাবাহিনীপ্রধানের বিরুদ্ধে নানা ধরনের মন্তব্য করে তাকেসহ সমগ্র সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্রবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। দেশের নিরপেক্ষ সশস্ত্রবাহিনীকে বিতর্কিত করার যে কোনো অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্রী পার্টি।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী সশস্ত্রবাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়ে গণতন্ত্রী পার্টি দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী শ্রমিক, কৃষক, ছাত্র-জনতা সর্বোপরি বীর মুক্তিযোদ্ধাসহ দেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ও শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।