Image description
 

কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।সোমবার (২৪ মার্চ) সকালে তাদের মধ্যে এ আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।এতে বলা হয়, সোমবার (২৪ মার্চ) সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নেপালের প্রধানমন্ত্রী ও নেপালের কমিউনিস্ট পার্টি - ইউএমএলের প্রেসিডেন্ট কমরেড কে পি শর্মা ওলির সাথে কাঠমান্ডুতে তার সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন এবং প্রায় দেড়ঘণ্টা বাংলাদেশ - নেপাল সম্পর্কসহ দুই পার্টির দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে বিস্তারিত কথা বলেন। নেতারা উপমহাদেশের পরিস্থিতিসহ আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন নিয়েও মতবিনিময় করেন।

 

মতবিনিময়কালে সাইফুল হক বাংলাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জসমূহ নিয়েও আলোচনা করেন।প্রধানমন্ত্রী কে পি ওলি গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, পরিবর্তনের জনআকাঙ্ক্ষা ধারণ আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ তাদের রাজনৈতিক প্রতিনিধি নির্বাচন করবে যাতে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে পারে। তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীলতা এই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের জন্য জরুরি।আলোচনাকালে সাইফুল হক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, তার সরকারের আমলে বিদ্যুৎ, পানিসহ শিল্প, কৃষি ও বাণিজ্যের ক্ষেত্রে দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের চারদিনের নেপাল সফরের শেষ দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাইফুল হকের কন্যা ড. মোশরেকা অদিতি হকও উপস্থিত ছিলেন।নেপাল অবস্থানকালে সাইফুল হক ক্ষমতাসীন সিপিএন-ইউএমএল এর সাধারণ সম্পাদক শংকর পোখরেল, নেপালের কমিউনিস্ট ও বামপন্থী নেতারা, ড. দিপেন্দ্র শেষ্ঠাসহ নেপালের বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন।এর আগে কাঠমান্ডুতে তিনি দক্ষিণ এশিয়ার কৃষক-খেতমজুরদের দুই দিনের সম্মেলনে বিশেষ অতিথি হিসাবেও অংশগ্রহণ করেন এবং প্রধানমন্ত্রীসহ মূল অধিবেশনে বক্তব্য রাখেন। সোমবার (২৪ মার্চ) রাতে তার দেশে ফেরার কথা বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।