Image description

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, গুম-খুনসহ এমন কোন মানবতাবিরোধী অপরাধ নেই যা ফ্যাসিবাদী শাসনামলে দেশের মানুষকে দেখতে হয়নি। সর্বস্তরের মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় তারা রক্তস্নাত জুলাই-আগস্টে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে এবং আল্লাহর দয়ায় তারা সফলও হয়েছে। ছাত্রজনতার এই ঐতিহাসিক বিপ্লবে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন,স্বাভাবিক কারণে বর্তমান সময়ে দেশের মনুষ ফ্যাসিবাদের পক্ষে কোন ব্যক্তি বিশেষ কিংবা কোন মহল বিশেষের সামন্যতম অপতৎপরতাও বরদাশত করবে না।

শনিবার (২২মার্চ) গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা জুনায়েদ আল-হাবীব,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া,মাওলানা তাফাজ্জল হক আজিজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এ সব কথা বলেছেন। 

বিবৃতিতে নেতৃবন্দ আরো বলেছেন, গণমানুষের সাংবিধানিক, নাগরিক,সামাজিক ও ধর্মীয় অধিকারসমূহ কেড়ে নিয়ে যারা ষোল বছর ধরে অবৈধ ভাবে আজীবন ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চেয়েছিল তাদের এ দেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না এবং জাতি তাদের সমুচিত বিচার নিশ্চিতে কোন টালবাহানাও সহ্য করতে রাজি নয়।