Image description

জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগে আওয়ামী লীগের বিচারের দাবি জোরালো হচ্ছিল। সেই সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই জানিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ।

আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা চলছে—এমন আশঙ্কা থেকে নিরাপত্তা বাহিনীকেও জড়িয়ে বক্তব্য দিচ্ছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণেরা। এ পরিস্থিতিতে আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না এলে রাজনীতিতে নতুন সংকটের ছায়া দেখছেন বিশ্লেষকেরা।

রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসানের পর পরিস্থিতি থিতিয়ে আসতে সময় চলে গেছে প্রায় সাত মাস। এখন চলছে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। জাতীয় সংসদ, গণপরিষদ, নাকি স্থানীয় সরকার নির্বাচন—কোনটি আগে হবে, তা নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামীসহ পুরোনো দলগুলোর মধ্যে তীব্র মতভেদ আছে। আর তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল চাওয়া —গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও সংবিধান পুনর্লিখনের জন্য আগে গণপরিষদ নির্বাচন অথবা একই সঙ্গে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন। সংস্কার প্রশ্নে দলগুলোর মধ্যে এমন মতবিরোধের মধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি রাজনীতিতে নতুন ইস্যু হয়ে উঠেছে।

বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে সক্রিয় দলগুলোর বেশির ভাগ আওয়ামী লীগকে আর রাজনীতিতে দেখতে চায় না; সরাসরি নির্বাচনে তো নয়ই। কিন্তু কী উপায়ে দলটিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে, সে বিষয়ে দলগুলোর সঙ্গে সরকারের কৌশল ও হিসাবে গড়বড় থাকতে পারে। এই অবস্থা কাজে লাগিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টায়ও আছে বিভিন্ন ব্যক্তি-গোষ্ঠী। ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে কেউ কেউ নিরাপত্তা বাহিনীর প্রসঙ্গও টেনে আনছেন। এতে সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তিনি তরুণদের পক্ষে ছিলেন। কিন্তু এখন তরুণেরা যে পথে চলেছে, সেনাবাহিনীকে জড়িয়ে কথা বলছে, সেটি ‘ভুল’ হচ্ছে।

গতকাল শুক্রবার অধ্যাপক দিলারা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘একটি দলকে নিষিদ্ধ করা দীর্ঘ প্রক্রিয়া। এতে জনমত গঠন এবং আইন-আদালতের প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যেহেতু আওয়ামী লীগ তিনটি নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি, তাই তরুণেরা নির্বাহী আদেশে তিন নির্বাচনে দলটি নিষিদ্ধ করার দাবি তুলতে পারে। সেটা না করে তারা যে পথে নামছে, সেটা ঠিক কৌশল নয়।’

অধ্যাপক দিলারা বলেন, চলমান পরিস্থিতিতে রাজনৈতিক কৌশলে ভুল হলে সংস্কার ও নির্বাচন—দুই ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেওয়ার ঝুঁকি আছে।

অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, সেনাবাহিনীকে সবকিছুতে টেনে আনা ঠিক নয়। সামরিক-বেসামরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলতে গেলে স্থান, কাল ও পরিস্থিতি বিবেচনায় রাখতে হয়। তা না হলে ঝামেলা দেখা দেয়।

রাজনীতিতে এই নতুন উত্তাপ শুরু হয় মূলত ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই’—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন মন্তব্যের পর। ড. ইউনূস গত বৃহস্পতিবার ঢাকায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদলের কাছে মন্তব্যটি করেন। তিনি বলেন, আওয়ামী লীগের যেসব নেতার বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে, তাঁদের বিচার করা হবে।

আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রসঙ্গে ড. ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার উদ্দেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দেন। এতে তিনি বলেন, ‘ড. ইউনূস, আওয়ামী লীগ ৫ আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। উত্তর পাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই।’

এই পোস্টের ঘণ্টাখানেক পর আরেকটি বড় পোস্টে হাসনাত বলেন, ক্যান্টনমেন্ট থেকে তিনিসহ তিনজনের কাছে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে পরিশোধিত (রিফাইন্ড) আওয়ামী লীগকে সামনে আনার পরিকল্পনা গত ১১ মার্চ বেলা ২টা ৩০ মিনিটের দিকে উপস্থাপন করা হয়। পরিকল্পনাটি কে উপস্থাপন করেছেন, তা হাসনাত বলেননি। তাঁর দাবি, তিনি তৎক্ষণাৎ প্রস্তাবের বিরোধিতা করেন এবং আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে দলটির বিচার নিয়ে কাজ করার জন্য পরিকল্পনা উপস্থাপনকারীদের অনুরোধ করেন।

হাসনাত আবদুল্লাহ গতকাল দুপুরের পর ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়োগের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটো (আপত্তি) ছিল যে, ড. ইউনূস কেন? কেন অন্য কোনো ব্যক্তি নয়। ড. ইউনূসের নামে মামলা আছে। তিনি একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কীভাবে একটি দেশের প্রধান উপদেষ্টা হতে পারে!’

আসিফ ভিডিওতে সেনাপ্রধানকে উদ্ধৃত করে বলেন, ‘আওয়ামী লীগকে কিছু লোক একেবারেই দেখতে (পছন্দ করতে) পারছে না। কিন্তু দেশের ৩০ থেকে ৪০ ভাগ লোক আওয়ামী লীগকে সমর্থন করে। দেশের ৩০ থেকে ৪০ ভাগ লোকের বিরুদ্ধে গিয়ে একটি লোককে প্রধান উপদেষ্টা করা উচিত কি।’

আসিফের দাবি, সেনাপ্রধান সর্বশেষ তাঁদের বলেন, তিনি (সেনাপ্রধান) ‘বুকে পাথর চাপা দিয়ে’ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের সিদ্ধান্তটি মেনে নেন।

আসিফ মাহমুদ গতকাল দুপুরের পর ফেসবুকে এক পোস্টে বলেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েস বিপজ্জনক। এর আড়াই ঘণ্টা পর আরেকটি পোস্টে ফেসবুকে তিনি বলেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে—এসব আশঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে পারবে না।

সেনাপ্রধান প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ ও ক্যান্টনমেন্টের প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী আজকের পত্রিকাকে গতকাল বলেন, ‘কোনো ধরনের মন্তব্য নেই।’

নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করেন, দেশ একটি স্পর্শকাতর সময় পার করছে। এই অবস্থায় সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে যত কম আলোচনা হয়, তত ভালো। কারণ, বৈরী মনোভাবাপন্ন বিদেশি শক্তিগুলো পরিস্থিতির সুযোগ নিয়ে অরাজকতা তৈরির চেষ্টা করতে পারে।

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাপ্রধান যখন কারও সঙ্গে কথা বলেন, তখন পরিস্থিতি বোঝানোর জন্য কাউকে হয়তো আস্থায় নিয়ে কথা বলেন। সবাই তাঁর অবস্থানের সঙ্গে একমত না-ও হতে পারেন। কিন্তু তাঁদের মধ্যে কী কথা হলো, তা বাইরে না আসা ভালো।’

সেনাবাহিনী ও সেনাপ্রধান সম্পর্কে মন্তব্য থেকে দেশের ভেতরে বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি আছে, এমনটা উল্লেখ করে শাহেদুল আনাম খান বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছে, বিভিন্ন মহল নিজেদের স্বার্থে তা নস্যাতের চেষ্টা করছে। তিনি বলেন, এখন বিভাজন নয়, সংহতির সময়।

এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল ফেসবুকে এক পোস্টে বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। তিনি বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত, সতর্ক এবং ঐক্যবদ্ধ থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল বিকেল পর্যন্ত দলের দুই নেতার তিনটি পুরোনো ভিডিও ক্লিপে দেওয়া বক্তব্য তুলে ধরে। গত ১৯ ফেব্রুয়ারির একটি ভিডিও অনুযায়ী, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ নিয়ে কোনো কৌশল অন্তর্বর্তী সরকার করলে আমরা মেনে নেব না; জনগণ মেনে নেবে না।’

এদিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল দুপুরের পর এক ফেসবুক পোস্টে বলেন, ‘গত ৫৩ বছরে জামায়াতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা-জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের ওপর চাপিয়ে দেয়।’

নাসীরুদ্দীন কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে অভিযোগ তোলেন ‘ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রকারীরা’ ছাত্র-নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের ‘দেশবিরোধী চক্রান্তকে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার লড়াইয়ে বিএনপি, জামায়াত ও প্রশাসনের বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র-নাগরিকদের লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।

নিরাপত্তাব্যবস্থা জোরদার

আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ বিভিন্ন ইস্যুতে গতকালও বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন সংগঠন। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় রাজধানী ঢাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনের এলাকা, পল্টন, প্রেসক্লাব, শাহবাগ, হাইকোর্ট, সার্ক ফোয়ারা, সংসদ ভবন, রামপুরা টিভি স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখা গেছে। এসব এলাকায় জলকামান, এপিসি ও টহল টিম মোতায়েন ছিল। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতেও দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

গতকাল দুপুরে নাইটিঙ্গেল মোড়ে তিনটি গাড়িসহ সেনাবাহিনীর একটি প্লাটুন (২৫-৩০ জন) অবস্থান নেয়। টহল গাড়ির ওপর রাইফেল তাক করা ছিল এবং জনসমাগম হলে সেটিকে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছিল। পাশাপাশি পুলিশ ও বিজিবি সদস্যদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে।

এদিকে শাহবাগ এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চললেও পাশেই ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং সন্দেহভাজনদের তল্লাশি চালায়। কেউ ছবি ভিডিও করতে দিলে তাদের সরিয়ে দেওয়া হয়।

নিরাপত্তা তৎপরতা প্রসঙ্গে পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে।’