Image description

যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ প্রায় সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই ঘটনার নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমিপ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ প্রায় সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। ১৮ মার্চের হামলা যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গী মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো।

 

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, আমরা গভীর বেদনা ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্বর দখলদার ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবারও গাজায় নির্মম গণহত্যা চালিয়েছে। এই বর্বর হামলায় তিন শতাধিক নিরীহ ফিলিস্তিনি ভাই-বোন শাহাদাত বরণ করেছেন, যা মানবতা ও ন্যায়বিচারের ওপর সরাসরি আঘাত।

 

খতীবে বাঙ্গাল বলেন, আমরা বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ, ওআইসি, জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি—তারা যেন অবিলম্বে ইসরায়েলের এই যুদ্ধাপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। মুসলিম বিশ্বকে অবশ্যই এক কণ্ঠে ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে।