
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। আজ সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নিজেদের মতো লোক বসাতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম স্যারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। সব সেক্টরে তারা এনজিও ব্যক্তিত্ব ছাড়া বিশ্বাস করতে পারছে না।’
আজ মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন ড. এম আমিনুল ইসলাম। পদত্যাগের কারণ না জানিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি এটুকু বলতে চাচ্ছি যে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আজকে।’
এর আগে ড. এম আমিনুল ইসলাম নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে জানিয়েছিলেন, উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। তবে পরে উপদেষ্টা হিসেবে তিনি নন, শপথ নন অধ্যাপক ড. সি আর আবরার।
উল্লেখ্য, ড. এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন।