Image description

দেশে নতুন সংকট সৃষ্টি হয়েছে সয়াবিন তেল নিয়ে। বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেছেন, ব্যবসায়ী সিন্ডিকেট এক ও পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে ‘গুম’ করে ফেলেছে।

রবিবার (০২ মার্চ, ২০২৫) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, “কয়েকদিন আগেই জাহাজভর্তি সয়াবিন তেলের চালান চট্টগ্রাম বন্দরে এসেছে। বড় ব্যবসায়ী গ্রুপ এটি আমদানি করেছে। তাহলে বাজার থেকে তেল উধাও হলো কেন?”

তিনি আরও বলেন, সাধারণ জনগণ যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে দিশেহারা, তখন ব্যবসায়ী সিন্ডিকেট মজুদদারি করে কৃত্রিম সংকট তৈরি করছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, বাজার পর্যবেক্ষকরা জানিয়েছেন, সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে, যার ফলে সাধারণ ভোক্তারা পণ্য কিনতে দুর্ভোগের শিকার হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।