Image description
 

আবরার ফাহাদের খুনিদের পক্ষে কোর্টে দাঁড়ানোর জন্য বিএনপি তাদের আইনজীবীকে বহিষ্কার করেছিলো বলে মন্তব্য করেছেন, বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সাদিকুর রহমান খান ।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি একথা জানান।

সাদিকুর তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আবরার ফাহাদের খুনিদের পক্ষে কোর্টে দাঁড়ানোর জন্য বিএনপি তাদের আইনজীবীকে বহিষ্কার করেছিলো।আর আবরারের খুনিদের পক্ষে দাঁড়ানো আইনজীবী শিশির মনিরকে জামায়াত নাকি অলরেডি নমিনেশন দিয়ে রেখেছে।

 

টাকার জন্য আবরারের রক্তের সাথে যদি বেঈমানি করা যায়, তাহলে ক্ষমতার জন্য আর কার কার সাথে বেঈমানি করা আইনত বৈধ হবে ইন ফিউচার, এই প্রশ্নের উত্তর অবশ্যই জামায়াতকে দিতে হবে।

 

আবরার ফাহাদ আমাদের প্রজন্মের হিরো। আমাদের ভাই।কোন দল, মত বা ব্যক্তি যেই যুক্তিতেই হোক, আবরারের খুনিদের পক্ষে যদি দাঁড়ায়, এরপর এই প্রজন্মের কাছে তার রাজনীতি করার আর কোন সুযোগ নাই। সুযোগ থাকা উচিত না বলে উল্লেখ করেন সাদিকুর।