Image description

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত আগেই হয়েছে। তবে তিনি কবে পদত্যাগ করছেন এ নিয়ে প্রশ্ন ছিল। রোববার নতুন করে এই আলোচনা সামনে এসেছে। এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নাহিদ ইসলাম সাক্ষাৎ করায় গুঞ্জন উঠে তিনি পদত্যাগ করেছেন। তিনি পতাকা উড়িয়ে যমুনায় গেলেও বের হওয়ার সময় গাড়িতে পতাকা ছিল না এমন খবরও আসে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই তথ্য উপদেষ্টা নাহিদ জানিয়েছেন, তিনি এখনও পদত্যাগ করেননি। তার পদত্যাগের খবরটি গুজব। প্রধান উপদেষ্টার কার্যালয়ের তরফেও বলা হয়, উপদেষ্টা রুটিন ওয়ার্ক হিসেবে সাক্ষাৎ করেছেন। তিনি পদত্যাগ করেননি। 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল গঠন করছে এই দলের আহবায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। দল ঘোষণার আগেই তিনি উপদেষ্টার পদ ছেড়ে দিচ্ছেন। তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্ব নিচ্ছেন বলে আলোচনা আছে। আগামী ২৬শে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। তার আগে নতুন দলের ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে তাকেসহ ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছিল। তার আগে তাদের অপহরণ করে নির্যাতন করা হয়।