Image description

বুধবার জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্টফাইন্ডিং মিশন বাংলাদেশে ২৪'এর গণহত্যার রিপোর্ট আজ প্রকাশ করেছে। এদিন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আয়নাঘর পরিদর্শন করেছেন। একইদিন মৃত্যুবরণ করেছেন গাজীপুরে হামলার ঘটনায় চিকিৎসাধীন আবুল কাসেম (২০)।

এই তিন ঘটনায় বিবৃতি দিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

 
তিনি বলেছেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্টফাইন্ডিং মিশন বাংলাদেশে ২৪’এর গণহত্যার রিপোর্ট আজ প্রকাশ করেছে। খুনি এবং খুনিদের মাস্টারমাইন্ডদের তথ্য এবং পরিচয় জাতিসংঘ বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। এ রিপোর্টকে আমরা অভিনন্দন জানাই। মজলুমের পক্ষে নয়, বরং মজলুম বিষয়ে জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে।
 
সময়ের দাবি, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।
 

আয়নাঘর প্রসঙ্গে তিনি বলেন, আজ প্রধান উপদেষ্টা গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের আয়নাঘর পরিদর্শন করেছেন। জাতির সামনে ফ্যাসিস্টদের পাশবিক লালসা ও প্রতিহিংসার দলিল হয়ে থাকবে আয়নাঘর। কার্যত এটি ছিলো আওয়ামী বাকশালীদের টর্চার সেল।

 

 

শিক্ষার্থী আবুল কাসেমের মৃত্যু প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন ইন্তিকাল করেছেন আবুল কাসেম (২০) (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আল্লাহ তায়ালা তাঁকে (আবুল কাসেম) ক্ষমা করুন, তাঁর ওপর রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তাঁর পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের আল্লাহ তায়ালা উত্তম ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমীন।