Image description
 

লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো। এর বাইরে সেকেন্ড কোন অপশন নাই। গত ৬ মাস আমরা ঘুমাই না। গত ৬ মাস এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে আমরা বেঁচে আছি। আজ আবারও আমাদের কাঁধে আমার ভাইয়ের লাশ। ৫ জুলাই এর পর আওয়ামী লীগ আজ আমার আরো এক ভাইকে শহীদ করে দিয়েছে গাজীপুরে।

এরপরে আর কোন কথা থাকতেই পারে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করে আমাদের এই দুঃস্বপ্নের শেষ করেন। নাহলে সরকারে থাইকা কেমনে আরামে ঘুমান, সেইটা আমরা দেইখা নিবো। আমাদের জিততেই হবে। ফেরার সব রাস্তা বন্ধ করেই আমরা আসতেছি। 
 
ইনকিলাব জিন্দাবাদ।