সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় সেক্রেটারি নুরুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ ও জবি শাখা সভাপতি আসাদুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম বলেন, সাড়ে তিন দশকের অধিক সময় ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। অথচ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও শিক্ষার্থীদেরকে আগামী দিনের দেশ পরিচালনার যোগ্যতাসম্পন্ন নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম।
তিনি বলেন, এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ব্যতীত কোন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হয়নি। কিন্তু সেখানেও একটি ছাত্রসংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি ও লাশের রাজনীতি শুরু করার হুমকি দেওয়া হচ্ছে সেখানে। অবিলম্বে সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র ও মুক্তবুদ্ধির চর্চার বিকাশ ঘটানোর সুযোগ করে দেওয়া জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে জাহিদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শতশত নেতাকর্মী গুম হয়েছে। এখন পর্যন্ত ৭ জন নেতাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। জুলাইয়ের অভ্যুত্থান-পরবর্তী ৬ মাস অতিক্রান্ত হলেও, সেই গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার সম্পন্ন হয়নি। এছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ পদে এখনও স্বৈরাচারের দোসররা অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের পুনর্বাসনের কাজ করছে। সরকারের নির্লিপ্ততার কারণে পতিত স্বৈরাচার আবার মাথাচাড়া দিতে শুরু করেছে। নির্বিচারে গণহত্যা চালানোর পর এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করার মতো ধৃষ্টতাও দেখানো হচ্ছে।