Image description

তিনি শুধু নামে বাদশাহ নন, প্রকৃত অর্থেও। বলিউডের কিং খানের সম্পত্তির পরিমাণ রাজার চেয়ে কম নয়। সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে তেমন তথ্যই সামনে এসেছে। তিন দশক ধরে কোটি কোটি মানুষের ভালোবাসা কামানোর পাশাপাশি কোটি কোটি টাকার সম্পত্তিও বানিয়েছেন শাহরুখ খান। বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় চার নম্বরে আছেন বলিউড তারকা শাহরুখ খান।

ওয়ার্ল্ড অফ স্ট্যাটিটিক্স এই তালিকা প্রকাশ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রকাশিত আটজনের তালিকায় চার নম্বরের থাকা শাহরুখের সম্পত্তির পরিমাণ ৭৭০ মিলিয় ডলার। তালিকায় এক বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে শীর্ষে আছেন জেরি সেইনফিল্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন টাইলার পেরি এবং ডয়েন জনসন।

শাহরুখের পরে তালিকায় আছেন টম ক্রুজ। তার সম্পত্তির পরিমাণ ৬২০ মিলিয়ন। এ ছাড়াও তালিকায় আছেন জ্যাকি চান, জর্জ ক্লুনি এবং রবার্ট ডি নিরো। শাহরুখের কেনা এখনও পর্যন্ত সবচেয়ে দামি জিনিস তার মুম্বাইয়ের বাড়ি মান্নাত।

একটি রেডিওর অনুষ্ঠানে একবার এই অভিনেতা বলেছিলেন, মুম্বাইয়ে যখন থাকতে এলাম তখন আমি বিবাহিত। গৌরীকে নিয়ে থাকতাম ছোট্ট অ্যাপার্টমেন্টে। আমার শাশুড়ি বলতেন তোমরা এত ছোট বাড়িতে থাকো!

তিনি বলেন, শেষে আমি যখন মান্নাত দেখলাম, মনে হল এ তো দিল্লির কুঠি। সে কারণেই কিনেছিলাম এবং এটাই সবথেকে দামি জিনিস যেটা আমি কিনেছি। প্রতি বছর জন্মদিনে এবং ঈদে দেশে থাকলে মান্নাতের ছাদে এসে ভক্তদের দেখা দেন শাহরুখ। অনুরাগীদের ভিড়ের উদ্দেশে হাতও নাড়েন।