Image description

যুক্তরাষ্ট্রের মাত্র তিন দিনের ব্যবধানে পর পর দেউলিয়া হওয়া অন্যতম দুটি গুরুত্বপূর্ণ ব্যাংকে জনগণের আমানত এবং ব্যাংক খাত নিরাপদ ও সুরক্ষিত আছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

সোমবার (১৩ মার্চ) জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় ব্যাংকিং খাত রক্ষায় মার্কিন অর্থ দফতর বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জো বাইডেন বলেন, ‘আমাদের ব্যাংকে আপনাদের আমানত সম্পূর্ণ নিরাপদ আছে। এতে ভয়ের কোনো কারণ নেই। বিষয়টি দ্রুত সমাধান করতে আমরা কাজ করে যাচ্ছি।’

এছাড়া, দুটি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার সঠিক কারণ খুঁজে বের করে এর পেছনে দায়ীদের আইনের আওতায় আনার ঘোষণাও দেন তিনি। বাইডেন বলেন, ‘কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। আগামীদিনগুলোতে এ খাতে জড়িত প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’ 

এদিকে, গুরুত্বপূর্ণ দুটি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত রক্ষায় বেশকিছু জরুরি পদক্ষেপ নিয়েছে মার্কিন অর্থ দফতর। এর আওতায় নতুন তহবিল গঠনে জোর দিতে যাচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।

ব্যাংক টার্ম ফান্ডিং প্রোগ্রাম বা বিটিএফপি নামে নতুন এ তহবিলের পরিকল্পনা এরই মধ্যে প্রকাশ করেছে ফেডারেল রিজার্ভ। এর আওতায় ব্যাংক, সঞ্চয়ী সংস্থা ও ঋণদাতা প্রতিষ্ঠানসহ যোগ্য আমানত সংগ্রাহক প্রতিষ্ঠানগুলোকে একবছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ঋণ দেয়া হবে।